Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

গ্রাম পুলিশের দায়িত্ব্ব।

গ্রামিন আইনশৃংখ্রলা রক্ষা করা।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নানা ভাবে সহায়তা ছাড়াও গ্রাম পুলিশের দক্ষতা ও কাজের মধ্যে রয়েছে বিভিন্ন সংগঠিত অপরাধের তদন্ত। অপরাধ সম্পর্কে তথ্য, ইউনিয়ন পরিষদ প্রহরাসহ নানা কাজ করে।৫ নং পশ্চিম জোড়কানন  ইউনিয়নে মোট ৩ জন গ্রাম পুলিশ নিয়োজিত রয়েছে। এর মধ্যে  একজন করে দফাদার রয়েছে।

গ্রাম পুলিশের  ক্ষমতা ও কার্যবলীঃ- গ্রাম পুলিশের প্রত্যক সদস্যদের যে কোন নাম বা উপাধিতে সম্বোধন করা হোক না কেন তারা স্থাণীয় সরকার (ইউনিয়ন পরিষদ)

অধ্যাদেশ ১৯৮৩ এর তফসিল - ১ এর ২য় অংশে বর্ণিত ক্ষমতা প্রয়োগ করবেন এবং

কর্তব্য পালন করবেন । গ্রাম পুলিশের ক্ষমতা ও কর্তব্য নিম্বরূপঃ-

  1. তিনি দিনে ও রাতে ইউনিয়ন এলাকা পাহারা ও টহলদারী দিতে হবে।  
  2. চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদকে সরকারী দায়িত্ব পালনের সহায়তা করবেন।
  3. ইউনি নের খারাপ চরিত্রের লোকদের গতিবিধি লক্ষ্য করবেন এবং মাঝে মাঝে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করবেন।
  4. সরকারী কাজের উদ্দেশ্যে যে কোন স্থানীয় তথ্য সরবরাহ করবেন।
  5. খাজনা অথবা ভূমি উন্নয় কর ,স্থানীয় কর, ফি বা বা অন্য পাওনা সংগ্রহ ও আদায়ের তিনি রাজস্ব কর্মচারিদের সহায়তা করবেন।